পূর্ব বর্ধমান জেলাকে সিসিটিভির নিশ্ছিদ্র নজরদারিতে রাখার অভিপ্রায়ে আজ পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার মাননীয় শ্রী সায়ক দাস আইপিএস মহাশয় পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ ফাড়ির সামনে কাটোয়া থানার সিসিটিভি প্রজেক্টের ফেজ সিক্স এর উদ্বোধন করলেন। এই দফায় অগ্রদ্বীপ গাজীপুর কালিকাপুর সুয়াগাছি গোড়াগাছা দেয়াসিন মালঞ্চ রামদাসপুর খেদাপাড়া ইত্যাদি প্রতন্ত্য এলাকায় আরও নতুন ৮৮ টি ক্যামেরা সংযোজিত হলো। এই সংযোজনের ফলে কাটোয়া থানার সিসিটিভি ক্যামেরার সংখ্যা দাঁড়াল প্রায় ১১০০। এ ছাড়াও প্রায় সমস্ত ব্যাংক, বাজার স্বর্ণ বিপণি সহ গুরুত্বপূর্ণ রাস্তা ও প্রতিষ্ঠান সিসিটিভি নজরদারির মধ্যে রইল।