পশ্চিমবঙ্গ সরকার
Purba Bardhaman District Police
Close

একটি বাস হঠাৎই খারাপ হয়ে যায়, যার মধ্যে ছিল 32 জন মাধ্যমিক পরীক্ষার্থী

একটি বাস হঠাৎই খারাপ হয়ে যায়, যার মধ্যে ছিল 32 জন মাধ্যমিক পরীক্ষার্থী

পূর্ব বর্ধমান জেলার গোলসি থানার অন্তর্গত বন সুজাপুর রেল গেটের কাছে একটি বাস হঠাৎই খারাপ হয়ে যায়, যার মধ্যে ছিল 32 জন মাধ্যমিক পরীক্ষার্থী। ছাত্র-ছাত্রীরা বাস থেকে নেমে হাঁটা শুরু করে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। এই সংবাদ পাওয়া মাত্রই গলসি থানার ওসি ও অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয় এবং ওই ৩২ জন পরীক্ষার্থীকে থানার 5 টি গাড়ি করে তাদের নিজস্ব নিজস্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। প্রত্যেক পরীক্ষার্থী সঠিক সময়ের সুস্থভাবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পেরে পুলিশদেরকে সাধুবাদ জানায়।