পশ্চিমবঙ্গ সরকার
Purba Bardhaman District Police
Close

মাধবডিহি থেকে নিখোঁজ, সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে আসলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ।

মাধবডিহি থেকে নিখোঁজ, সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে আসলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ।

পূর্ব বর্ধমানের মাধবডিহি থানা এলাকা থেকে এক মহিলা তার শ্বশুরবাড়ি থেকে আরামবাগ থানা এলাকায় তার বাবা-মায়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেড়িয়ে যান। তবে তিনি আর পৌঁছাননি। পরিবারের লোক পুলিশে খবর দেয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে, আংশিক মানসিক প্রতিবন্ধী মহিলাকে শেষবারের মতো সেদিন বিকেল বর্ধমান রেলওয়ে স্টেশনে দেখা গিয়েছিল। পুলিশ আরো জানতে পারে যে, তিনি কর্ণাটকের উদ্দেশ্যে একটি ট্রেনে উঠেছিলেন এবং পরে অন্ধ্রপ্রদেশের হিন্দুপুর রেলওয়ে স্টেশনে নেমে যান। মাধবডিহি থানার পুলিশ শ্রী কুনাল জৈন, আই পি এস প্রবেশনার এর নেতৃত্বে দ্রুততার সঙ্গে অন্ধ্রপ্রদেশের পুলিশের সাথে যোগাযোগ করে এবং মহিলাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।