পশ্চিমবঙ্গ সরকার
Purba Bardhaman District Police
Close

উদ্ধার শতাব্দী প্রাচীন গুপ্ত যুগের বিষ্ণুমূর্তি সাথে বহু পুরাতন এক শিবলিঙ্গ।

উদ্ধার শতাব্দী প্রাচীন গুপ্ত যুগের বিষ্ণুমূর্তি সাথে বহু পুরাতন এক শিবলিঙ্গ।

বুধবার ভোরে দক্ষিণপূর্ব মঙ্গলকোটের পিণ্ডিরা গ্রামের মাঠ থেকে শতাব্দী প্রাচীন গুপ্ত যুগের বিষ্ণু মূর্তি সাথে বহু পুরাতন এক শিবলিঙ্গও উদ্ধার করলো মঙ্গলকোট থানার পুলিশ। সম্প্রতি 22শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার পিণ্ডিরা গ্রামের রায়পরিবারের এক মন্দির থেকে উধাও হয়ে গিয়েছিল এই শিবলিঙ্গ ও বিষ্ণুমূর্তিটি। উল্লেখ থাকে যে মনসামঙ্গল কাব্যে বর্ণিত উজানিনগর কিংবা বৃটিশ ঐতিহাসিক হান্টারের লেখা বইয়ে মঙ্গলকোটের অতিপ্রাচীন ইতিহাস জানা যায়। আজ মঙ্গলকোট থানার পক্ষ থেকে ওই মূর্তি গুলি পুজো দেওয়ার পর, মাননীয় এসডিপিও কাটোয়া মহাশয় এবং মঙ্গলকোট থানার অধিকারিক মহাশয়ের উপস্থিতিতে এই মূর্তি গুলি রায়পরিবারের হাতে তুলে দেওয়া হয় । রায়পরিবারের সদস্য ও গ্রামবাসীবৃন্দ অত্যন্ত আনন্দের সহিত বাজনা বাজিয়ে থানা থেকে ওই মূর্তিগুলি নিয়ে যায়।