পশ্চিমবঙ্গ সরকার
Purba Bardhaman District Police
Close

শান্তির নিঃশ্বাস ছাড়লো মালিক, ফিরে পেল হারিয়ে যাওয়া টাকা

শান্তির নিঃশ্বাস ছাড়লো মালিক, ফিরে পেল হারিয়ে যাওয়া টাকা

পূর্ব বর্ধমান জেলার গুসকরা হাটতলা এলাকার এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন যে, তিনি দোকান থেকে ফেরার পথে ৭৪০০০ টাকা হারিয়ে ফেলেছেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে ই গুসকরা বিট হাউস এর পুলিশ তদন্তে নেমে পড়ে এবং পুলিশ সোর্স, টেকনিক্যাল ইনপুট কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া টাকার পুরোটাই উদ্ধার করা হয় এবং প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় ।