গত ২০ ফেব্রুয়ারি সকাল ৬.৩০ নাগাদ শিরীষতলা, গুসকরা স্টেশন রোড থেকে একটি বোলেরো পিক আপ গাড়ি চুরি যায়। ঘটনাটি পুলিশের কর্ণপাত হওয়া মাত্র পূর্ব বর্ধমান জেলা পুলিশ অতি তৎপরতার সহিত তদন্তে নেমে পড়ে এবং জেলা জুড়ে পুলিশি সতর্কতা জারি করা হয়। গাড়িটিকে নদীপট্টি হয়ে মঙ্গলকোটের দিকে যেতে দেখা গিয়াছিল। মঙ্গলকোট থানা ও গুসকরা ফাঁড়ির যৌথ উদ্যোগে গাড়িটিকে শনাক্ত করা হয় এবং গাড়িটি মঙ্গলকোট থানার অন্তর্গত মল্লিকপাড়া থেকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত দুই অভিযুক্ত কে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।