বোর্ড এর এক্সাম হল প্রতিটি ছাত্র ছাত্রী-এর পরবর্তী জীবনের প্রথম সোপান। আর সেই সোপানের প্রতিটা পদক্ষেপে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রত্যেক ছাত্র-ছাত্রীর পাশে সদা সর্বদা অতন্দ্র প্রহরীর মত দাঁড়িয়ে আছে। শ্রেয়া দত্ত ৩ নং ইছলাবাদ হাইস্কুল থেকে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। শ্রেয়ার সিট পরেছে ৪ নং ইছলাবাদ হাইস্কুলে। সোমবার ছিলো ইংরাজী পরীক্ষা। পরীক্ষার চাপে বাড়ি থেকে তড়িঘড়ি বেরোনোর সময় সে অ্যাডমিট সহ অনান্য নথি ভুলে যায়। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যখন সে বুঝতে পারে, সে কান্নায় ভেঙে পড়ে। আর এভাবে একটি পরীক্ষার্থীকে কান্নায় ভেঙে পড়তে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশের। দ্রুত খবর পৌঁছে যায় মহিলা থানার আইসি কবিতা দাস এর কাছে। তিনি দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে ছাত্রীটিকে গাড়িতে তুলে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং প্রয়োজনীয় নথি সহ অত্যন্ত দ্রুত তাকে আবার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। ছাত্রীটির পরীক্ষা দিতে পারার উচ্ছ্বাস, আবেগ আমাদের পাথেয়। সকল বোর্ড এক্সামিনেশন- এর ছাত্র ছাত্রীদের পূর্ব বর্ধমান জেলা পুলিশ জেলার পক্ষ থেকে শুভ কামনা রইল।